নারী উদ্যোক্তাদের নেটওয়ার্ক ‘হার ই-ট্রেড’ আয়োজন করেছে প্রদর্শনীর


‘উদ্যোগ, উদ্ভাবন ও সৃষ্টিতে নারীর অবদান, বিজয়ের পঞ্চাশে ওড়ে বাংলাদেশের বিজয় কেতন’ স্লোগানকে সাথে নিয়ে ফেসবুকভিত্তিক নারী উদ্যোক্তাদের নেটওয়ার্ক ‘হার ই-ট্রেড’ আয়োজন করেছে অফলাইন প্রদর্শনীর। কোভিড চলাকালীন নেটওয়ার্কটি শুরু করেছিল তাদের পথচলা। শুরু থেকেই প্রতি মাসে তিন দিনব্যাপী অনলাইন প্রদর্শনীর সুযোগ থাকতো সদস্যদের জন্য। উদ্দেশ্য ছিল নারীদের কার্যক্রমকে সবার সামনে নিয়ে আসা, যাতে করে ঘরে বসে তাদের ব্যবসায়িক প্রচারণার কাজটি সহজ হয়।

হার ই-ট্রেড এর প্রেসিডেন্ট প্রীতি ওয়ারেছা বলেন, ‘অনলাইন এক্সিবিশনে আমরা অভাবনীয় সাফল্য পেয়েছি, সব সময় চেয়েছি এক্সিবিশনটাকে অফলাইনে নিয়ে আসতে। তারই ধারাবাহিকতায় এই প্রথম হার ই-ট্রেড একটি অফলাইন এক্সিবিশন আয়োজন করতে যাচ্ছে। এতে অংশ নিচ্ছেন ৪০ জন নারী উদ্যোক্তা।’

দুই দিনব্যাপী এই আয়োজন আগামী ১০ ও ১১ ডিসেম্বর চলবে ধানমন্ডি-২৭ এর মাইডাস সেন্টারে। প্রদর্শনীটি সকাল ১০টা থেকে রাত শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।