যেভাবে বুঝবেন কেউ মিথ্যা বলছে

জীবনের কোনও না কোনও সময়ে আমাদের ছোটখাটো কিছু মিথ্যা বলতে হতেই পারে। তবে অন্য কেউ মিথ্যা বলছে, এটা স্বাভাবিকভাবে নিতে পারি না আমরা কেউই। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ফরেনসিক সাইক্রিয়াটিস্ট ড. লিন জানাচ্ছেন এমন পাঁচ লক্ষণের কথা, যেগুলো দেখলে বুঝবেন সামনের জন মিথ্যা কথা বলছে।

  • যে বিষয়টি সম্পর্কে কথা হচ্ছে, সেটা সম্পূর্ণ বা বিস্তারিত না বলাটা মিথ্যা বলার অন্যতম লক্ষণ।
  • কথা বলার সময় স্বতঃস্ফূর্ততার অভাব বা মাঝে মাঝে থেমে গিয়ে ভেবে বলা মিথ্যা বলার লক্ষণ হতে পারে।
  • একই কথা বারবার বলা মিথ্যা বলার আভাস দেয়।
  • কেউ কোনও প্রসঙ্গে প্রয়োজনের অতিরিক্ত বিস্তারিত বলার চেষ্টা করলে সেটা মিথ্যা হতে পারে।
  • কথা বলার সময় স্বাভাবিক গলার স্বর বদলে যাওয়াকে মিথ্যার লক্ষণ হিসেবে ধরা হয়।