ত্বক উজ্জ্বল করবে মধুর ৩ প্যাক

শীতে ত্বক রুক্ষ ও বিবর্ণ হয়ে যায় সহজেই। মধুর ফেস প্যাক নিয়মিত ব্যবহার করলে এই মৌসুমেও ত্বক থাকবে উজ্জ্বল ও নরম। এছাড়া ব্রণের সমস্যা দূর করতেও এগুলোর জুড়ি নেই। জেনে নিন মধুর তৈরি সহজ তিনটি প্যাক সম্পর্কে।

মধু ও দারুচিনি
দারুচিনি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে এই পেস্ট লাগিয়ে রাখুন ১৫ মিনিট। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণ দূর করতে বেশ কার্যকর এই প্যাক।

মধু, লেবু ও হলুদ
মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বক আর্দ্র রাখবে প্রাকৃতিকভাবে।

ওটমিল ও মধু
ওটমিল গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন কয়েক মিনিট। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে। এটি ত্বকের মরা চামড়া দূর করে উজ্জ্বল করবে ত্বক।

তথ্য: বোল্ডস্কাই