ত্বকের বয়স ধরে রাখতে

দূষণ, অনিয়ন্ত্রিত জীবনযাপনসহ নানা কারণে আজকেল খুব দ্রুত ত্বকে বলিরেখা পড়ে যায়। এমনকি ত্বকের যত্নে ব্যবহৃত কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনীও ত্বক কুঁচকে যাওয়ার অন্যতম কারণ। ত্বকের বয়স ধরে রাখতে তাই প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখতেই পারেন। জেনে নিন ত্বক টানটান ও বলিরেখাহীন রাখার জন্য কোন কোন ফেস প্যাক কার্যকর।

সবুজ আপেল, আলু ও লেবু
আধা কাপ সবুজ আপেল পেস্ট করে ২ টেবিল চামচ আলুর পেস্ট মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

অ্যালোভেরা, টক দই ও শসা
অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এক টুকরো শসা কেটে মিশ্রণটি উপরে নিয়ে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

ডিমের কুসুম ও মধু
ডিমের কুসুম ফেটিয়ে নিন। ২ টেবিল চামচ মধুর সঙ্গে সামান্য পানি মিশিয়ে পাতলা করে কুসুমের সঙ্গে মেশান। প্যাকটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

পাকা কলা, টক দই ও মধু
একটি পাকা কলা চটকে দুই টেবিল চামচ করে টক দই ও মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদ ও টক দই
আধা কাপ টক দইয়ের সঙ্গে ২ চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

বেসন ও মসুরের ডাল
মসুরের ডাল গুঁড়া করে সমপরিমাণ বেসন মেশান। মিশ্রণটিতে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।