যাত্রা শুরু করেছে ফ্যাশন হাউজ ‘ব্লুচিজ’

আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করেছে অনলাইনভিত্তিক ফ্যাশন হাউজ ‘ব্লুচিজ।’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান।  

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা সিমিন জামান বলেন, ‘পণ্যের গুনগত মান অক্ষুণ্ণ রাখার জন্য ফেব্রিকগুলো ল্যাব টেস্টে মান যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনলাইনে অর্ডারের জন্য রয়েছে বিশেষ ছাড়।’

১৮-৩৫ বছর বয়সী কর্মজীবী নারী পুরুষ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়ে ও ফ্যাশন সচেতন যারা ব্যস্ততার জন্য মার্কেটে ভিড় জমাতে পারেন না, তারা বিভিন্ন পেমেন্ট পদ্ধতির যে কোনও একটি বেছে নিয়ে তাদের পছন্দের পণ্য সংগ্রহ করতে পারবেন।

ব্লুচিজে ছেলেদের সংগ্রহে রয়েছে বিভিন্ন রঙ ও ডিজাইনের শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, পাজামা, সোয়েটার, হুডি, জ্যাকেট এবং ডেনিম জিনস ও ক্যাজুয়াল প্যান্ট। মেয়েদের জন্য রয়েছে কুর্তি, টপস্, চিনো প্যান্ট, ডেনিম জিনস ও ক্যাজুয়াল প্যান্ট।