মাস্ক ভুলভাবে পরিষ্কার করছেন না তো?

করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ঘরের বাইরে মাস্ক পরার কোনও বিকল্প নেই। ভাইরাসের পাশাপাশি ধুলাবালি থেকেও আপনাকে রক্ষা করবে মাস্ক। অনেকে কাপড়ের মাস্ক ব্যবহার করেন। এ ধরনের মাস্ক বারবার ব্যবহারের ক্ষেত্রে সঠিকভাবে পরিষ্কার করে নেওয়া ভীষণ জরুরি।

  • প্রতিদিন রাতে ঘুমানোর আগে দিনে ব্যবহৃত মাস্কটি ধুয়ে দিন। পরদিন সেটি আবার ব্যবহার করুন। সম্ভব হলে কয়েকটি মাস্ক রাখুন যেন বদলে পরা যায়
  • সাবান পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে পরিষ্কার করুন কাপড়ের মাস্ক।
  • অনেকেই স্যাভলন বা ডেটল জাতীয় জীবাণুনাশক তরল পানিতে মিশিয়ে মাস্ক পরিষ্কার করেন। বিশেষজ্ঞরা বলছে, এতে স্বাস্থ্যঝুঁকি বরং বেড়ে যায়। কারণ নিঃশ্বাসের মাধ্যমে এসব জীবাণুনাশক আপনার শরীরে প্রবেশ করে।
  • সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলে প্রতিবার ব্যবহারের পর অবশ্যই ফেলে দেবেন।