যেমন ছিল বছরের ফ্যাশন ট্রেন্ড

করোনার দীর্ঘ ধাক্কা শেষে এ বছর স্বরূপে ফিরতে শুরু করেছে ফ্যাশন ইন্ডাস্ট্রি। স্থবিরতা কাটাতে চনমনে সব রঙ আর প্রিন্টের আনাগোনা ছিল ফ্যাশন ট্রেন্ডে। জেনে নিন গেল বছরের উল্লেখযোগ্য কিছু ফ্যাশন ট্রেন্ড।  

 

উজ্জ্বল রঙ
উজ্জ্বল কমলা, লাইম গ্রিন, পপইন পিঙ্কের মতো ‘মুড লিফটিং’ সব রঙ ছিল এ বছর ফ্যাশন ট্রেন্ডে।  

বড় প্রিন্ট
পোশাকে ফ্লোরাল, গাছ, লতাপাতা ও এ ধরনের বড় বড় প্রিন্ট পছন্দ করেছেন ফ্যাশন সচেতনরা।

আইভরি শেড
অফ হোয়াইট, ক্রিমের মতো স্নিগ্ধ রঙের জনপ্রিয়তা লক্ষ করা গেছে বছরজুড়ে। বিয়ের অনুষ্ঠানগুলোতে অতিথি ও বর-কনের পোশাকে দারুণ মানানসই ছিল অভিজাত এসব রঙ।  

অ্যানিমেল প্রিন্ট
অ্যানিমেল প্রিন্টের ফ্যাশন সবসময়ই বেশ জনপ্রিয়। চিতা, জেব্রা, সাপের প্রিন্ট শোভা পাওয়া পোশাক এ বছরও পছন্দ করেছে ফ্যাশন সচেতনরা।

টাই ডাই প্রিন্ট
তারুণ্যের চঞ্চলতাকে বেশ ভালোই ধারণ করতে পারে এই প্রিন্ট। ১৯৬০ সাল থেকেই ফ্যাশনে তাই ঘুরে ফিরে বারবারই এসেছে টাই ডাই প্রিন্ট। ২০২০ সালে নতুন করে জনপ্রিয়তা পাওয়া টাই ডাই এই বছরও প্রতাপ দেখিয়েছে তার।

ঢিলা প্যান্ট
স্কিন টাইট প্যান্টের জায়গা দখল করে নিয়েছে পালাজো ও ঢিলা প্যান্ট। বড় বড় প্রিন্টের প্যান্টও পছন্দ করেছেন অনেকে।