স্তন ক্যানসারের এই ৫ লক্ষণ এড়িয়ে যাচ্ছেন না তো?

স্তন ক্যানসার হওয়ার কোনও নির্দিষ্ট বয়স নেই। যেকোনো বয়সেই হতে পারে এটি। তবে সচেতন থাকলে স্তন ক্যানসারের ভয়াবহতা কমে যায় অনেকটাই। এজন্য মাসে অন্তত একদিন নিজে নিজে স্তন পরীক্ষা করে দেখতে হবে। এছাড়া বছরে একবার ব্রেস্ট স্ক্রিনিং করতে হবে। জেনে নিন কোন ৫ লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।


  • স্তনে বা বগলের নিচে চাকা বা পিণ্ডের মতো কিছু দেখলে সচেতন হওয়া জরুরি। এটি স্তন ক্যানসারের অন্যতম লক্ষণ।
  • স্তনের বোঁটা থেকে কোনও ধরনের নিঃসরণ হলে সেটা চিন্তার বিষয়।
  • স্তনের বোঁটা ফুলে যাওয়া, রঙ বদলে যাওয়াও ক্যানসারের লক্ষণ।
  • হঠাৎ স্তনের আকৃতি বদলে গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
  • ক্যানসারের কারণে স্তনের বোঁটা ভেতরের দিকে ঢুকে যেতে পারে।