সব ত্বকেই কার্যকর যে ফেস প্যাক

ত্বকের ধরন অনুযায়ী ফেস প্যাক বাছতে গিয়ে ঝক্কি পোহাতে হচ্ছে? একটি প্যাকেই সমাধান মিলবে ত্বকের সব সমস্যার সমাধান। জেনে নিন ত্বকের যত্নে আপেলের ফেস প্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন। 

 

আপেলে রয়েছে নানা ধরনের খনিজ ও ভিটামিন যা ত্বকের যত্নে অনন্য। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রাকৃতিকভাবে ত্বক রাখে কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল।

আপেল পেস্ট করে টক দই মিশিয়ে নিন। কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ২৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকের বাড়তি তেল যেমন দূর হবে, তেমনি জৌলুসও আসবে ত্বকে।  

ত্বক অতিরিক্ত শুষ্ক হলে প্যাকে খানিকটা গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে নিন। ব্যস! রুক্ষতা দূর হবে নিমিষেই। ত্বক সংবেদনশীল হলে গ্লিসারিনের বদলে মেশান দুধের সর। ত্বকে আসবে তারুণ্যের দীপ্তি।