কমলাকে ‘সুপার ফুড’ বলা হয় কেন?

তাজা কমলার ছড়াছড়ি এখন বাজারে। ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস এই ফলটিকে বলা হয় ‘সুপার ফুড।’ জেনে নিন উপকারী কমলা কেন নিয়মিত খাওয়া জরুরি।

 

  • মৌসুমি রোগ থেকে রক্ষা পেতে কমলা খান। এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • শীতে ত্বক রুক্ষ হয়ে হারায় স্বাভাবিক জৌলুস। প্রাকৃতিকভাবে ত্বকের লাবণ্য ফেরাতে চাইলে কমলা খান প্রতিদিন। কমলা ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখে।
  • অত্যন্ত লো ক্যালোরি ফুড কমলা। এতে নেই কোনও ফ্যাট। ওজন কমাতে চাইলে তাই কমলা রাখতে পারেন ডায়েট লিস্টে।
  • কমলা নিয়মিত খেলে কোলন, ফুসফুস, স্তন ও ত্বকের ক্যানসারের ঝুঁকি কমে।
  • কমলার খোসার গুঁড়া খেলে কোলেস্টেরল কমে।
  • ফলেট পাওয়া যায় ফলটি থেকে। এটি সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান।
  • পুষ্টির পাওয়ার হাউস বলা হয় কমলাকে। ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টের উৎস এটি।

তথ্য: এনডিটিভি