রুক্ষ চুল ঝটপট সিল্কি করবেন যেভাবে

শীতে চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। শুষ্ক ও ময়েশ্চারহীন চুলে ঝলমলে ভাব নিয়ে আসতে কিছু টিপস জেনে নিন।

 

  • ১ চা চামচ শ্যাম্পুর সঙ্গে ক্যাস্টর অয়েল, গ্লিসারিন ও আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণটি ভেজা চুলে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
  • একটি পাকা কলা, ১ চা চামচ অলিভ অয়েল ও ১ চা চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত এটি লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
  • ক্যাস্টর অয়েল গরম করে ল্যাভেন্ডার ও রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভালো করে চুলে ম্যাসাজ করুন। তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিংড়ে মাথায় জড়িয়ে রাখুন। কিছুক্ষণ পর শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।
  • ২ চা চামচ মেথি সারারাত ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন বেটে সামান্য লেবুর রস মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। শেষে রিঠা ভেজানো পানিতে চুল ধুয়ে নিন।
  • নারকেলের দুধের সঙ্গে লেবুর রস ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলে লাগান। ৩ ঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন।