অপরাজিতা ফুলের চা বানাবেন যেভাবে

রেড টি ও গ্রিন টি তো খেয়েছেন। এবার বানিয়ে ফেলতে পারেন ব্লু টি বা নীল চা। পুষ্টিগুণে ভরপুর অপরাজিতা ফুলের চা আপনাকে দিনভর রাখবে চনমনে। জেনে নিন কীভাবে এই চা বানাবেন।

 

প্যানে ৪ কাপ পানি নিয়ে চুলায় দিন। ফুটে উঠলে দুটো এলাচ, দুই টুকরো আদা, এক টুকরো দারুচিনি ও পাঁচটি অপরাজিতা ফুল দিয়ে দিন পানিতে। ফুলের নিচের সবুজ অংশ ফেলে তারপর দেবেন। ৫ থেকে ৬ মিনিট ফুটান। এরপর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ১৫ মিনিট পর কাপে ঢেলে মধু মিশিয়ে পরিবেশন করুন। লেবু মিশিয়ে নিতে পারেন খাওয়ার আগে। লেবুর রস মেশালে এই চা রঙ বদলে বেগুনি হয়ে যাবে।