পেঁয়াজ আরও যেভাবে ব্যবহার করতে পারেন

রান্নায় পেঁয়াজ না হলে চলেই না। রান্নার পাশাপাশি রূপচর্চা ও গৃহস্থালি কাজেও পেঁয়াজ ব্যবহার করতে পারেন অনায়াসে। জেনে নিন পেঁয়াজের কিছু ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে।

 

  • গ্রিল র‍্যাক পরিষ্কার করতে পারেন পেঁয়াজের রস দিয়ে। কাঁটাচামচে এক স্লাইস পেঁয়াজ গেঁথে র‍্যাক ঘষে নিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ভাত পুড়ে গন্ধ বের হয়েছে? চুলার পাশে অর্ধেকটি পেঁয়াজ রেখে দিন। গন্ধ টেনে নেবে পেঁয়াজ।
  • চুলের বৃদ্ধি দ্রুত করতে পেঁয়াজের রসের জুড়ি নেই। পেঁয়াজের রস চুলের গোড়ায় ম্যাসাজ করে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • নতুন রঙ করা ঘরে রঙের তীব্র গন্ধ থাকে। একটি বাটিতে কয়েক টুকরো পেঁয়াজ ও সামান্য পানি নিয়ে সারারাত রেখে দিন ঘরে। দূর হবে রঙের গন্ধ।
  • পেঁয়াজ থেঁতো করে পানির সঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর হয়।
  • মেটাল ঝকঝকে করতে পেঁয়াজের রসের সঙ্গে পানি মিশিয়ে একটি পাতলা কাপড় দিয়ে মুছে নিন বারকয়েক।
  • জুতা পরিষ্কার করতে এক স্লাইস পেঁয়াজ ঘষে পানি দিয়ে ধুয়ে নিন।
  • মরিচা ধরা ছুরি ঝকঝকে করতে পেঁয়াজ ঘষে রেখে দিন কয়েক ঘণ্টা।
  • এক কাপ পানিয়ে পেঁয়াজ ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর স্প্রে বোতলে পানি নিয়ে গাছে স্প্রে করুন। পোকামাকড় দূর হবে।