চুলের অন্যতম প্রধান খাদ্য বলা হয় তেলকে। নিয়মিত তেল ম্যাসাজ করলে চুলের প্রায় সব ধরনের সমস্যা দূর করা যায়। চুল সিল্কি করার পাশাপাশি দ্রুত লম্বা করার জন্য সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করতে পারেন কয়েকটি তেল। জেনে নিন সেগুলো কী কী।
নারকেল তেল
সব ধরনের চুলের যত্নেই অনন্য নারকেল তেল। নারকেল তেল সামান্য গরম করে ঘষে ঘষে চুলে লাগান। সারারাত রেখে পরদিন সকালে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
তিলের তেল
চুলের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন তিলের তেল। পাশাপাশি খুশকি দূর করতেই এই তেলের জুড়ি নেই।
আমলকীর তেল
চুলের যত্নে আমলকীর তেল অনন্য। এটি যেমন চুলের বৃদ্ধি বাড়ায়, তেমনি চুল করে ঝলমলে ও মসৃণ।
আমন্ড অয়েল
বাদামের তেল বা আমন্ড অয়েল চুলের অকালে পেকে যাওয়া রোধ করে। পাশাপাশি চুল করে লম্বা ও ঘন।
অলিভ অয়েল
খাঁটি অলিভ অয়েল চুলের গোড়ায় ম্যাসাজ করুন সপ্তাহে কয়েকদিন। চুল বাড়বে দ্রুত।