বনশ্রীতে আড়ংয়ের নতুন আউটলেট

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর বনশ্রীতে উদ্বোধন হলো দেশের বৃহত্তম লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ২৪তম আউটলেট। অত্যাধুনিক নির্মাণশৈলীর ১৬ হাজার বর্গফুটের ২ তলা বিশিষ্ট এই আউটলেটে পোশাক, বাড়ির সাজসজ্জা, গয়নাসহ আড়ংয়ের সাব ব্র্যান্ড তাগা, তাগাম্যান, এবং আড়ং আর্থের পণ্যগুলো পাওয়া যাবে। এছাড়াও আড়ংয়ের ঈদের কালেকশন পাওয়া যাবে এই আউটলেটটিতে।

 

আউটলেটটি উদ্বোধন করেন ব্র্যাক গ্লোবাল বোর্ডের চেয়ারপারসন ড. মার্থাচেন এবং ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। এ সময় আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ড. মার্থাচেন বলেন, ‘ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন আউটলেটটি উদ্বোধন করতে পেরে আমি গর্বিত। আড়ং আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। কারণ আজ থেকে চার দশকেরও বেশি সময় আগে এর বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম আমি। আড়ং শুধুমাত্র বাংলাদেশের মানুষেরই নয়, বরং দেশের গণ্ডি পেরিয়ে অন্যদেশের মানুষদের কাছেও বাংলাদেশি কারুশিল্পের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে নিজের সুনাম অক্ষুণ্ণ রেখেছে।’  

কোভিড-১৯ এর সংক্রমণ রোধে ও একটি নিরাপদ শপিংয়ের পরিবেশ নিশ্চিত করতে আউটলেটটিতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। আউটলেটে প্রবেশের আগে গ্রাহকদের মাস্ক পরিধান করা আবশ্যক এবং তাপমাত্রা পরীক্ষাসহ হাত স্যানিটাইজ করতে হবে।

এছাড়াও গ্রাহকরা সীমিত সময়ের জন্য ৫ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং সারা বছরব্যাপী বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।