দেশীয় পণ্য নিয়ে একই বাড়িতে দুই ফ্যাশন হাউসের যাত্রা শুরু


একই ছাদের নিচে দেশীয় পণ্য নিয়ে পথচলা শুরু করেছে মনোতারা ও নূরনকশা নামের দুই ফ্যাশন হাউস। তাদের সঙ্গে দেশীয় পণ্য নিয়ে কাজ করেন এমন কয়েকজন উদ্যোক্তাও থাকছেন। ফলে একই সঙ্গে শাড়ি, কাফতান, সালোয়ার কামিজের পাশাপাশি ব্লাউজ, স্কার্ট, গয়না, চুড়ি, টিপের মতো পণ্যগুলোও পাওয়া যাচ্ছে মনোতারা’র বাড়িতে।

 

মনোতারা’র স্বত্বাধিকারী মুনতাসরিন বনলতা বলেন, ‘শুরু থেকেই পরিকল্পনা ছিলো মনোতারায় দেশী পণ্য নিয়ে কাজ করে এরকম ব্র্যান্ডগুলোর সমন্বয় ঘটানোর। সেই ইচ্ছার বাস্তবায়নে মনোতারার সাথে আছে ডিজিটাল প্রিন্ট আর দেশি লন নিয়ে নূরনকশা, ব্লক, হ্যান্ডপেইন্ট, স্ক্রিন আর ডিজিটাল প্রিন্ট নিয়ে দিশাজ রোড ব্লক-রঙের মানুষ, চুড়ি আর ডিজাইনার টিপ নিয়ে সারানা, হাতে আঁকা আর সুতার কাজের পণ্য নিয়ে আর্যস কালেকশন এবং দেশি আর জার্মান সিলভারের গয়না নিয়ে রোহিণী।

 

ভেজিটেবল ডাইয়ের এক্সক্লুসিভ পোশাক থাকছে মনোতারায়। এছাড়াও ব্লক ও স্ক্রিন প্রিন্টের পোশাকও থাকছে। বনলতা জানান, মনোতারার শুরুটা হয়েছিল নূরনকশার স্বত্বাধিকারী এ কে এম মাসুদুর রহমানের অনুপ্রেরণায়। নূরনকশা ও মনোতারার চিন্তা ছিল এমন একটা মার্কেটপ্লেসের, যেখানে এই দুই ফ্যাশন হাউসের পাশাপাশি দেশীয় পণ্য নিয়ে কাজ করে এমন উদ্যোক্তারাও থাকবেন। অবশেষে সেই স্বপ্নের বাস্তবায়ন হলো।

২৬ মার্চ উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন মনোতারা ও নূরনকশার। লালমাটিয়া বি ব্লকের ২/১৭ নম্বর বাড়িতে মনোতারার দুয়ার খোলা থাকছে সবার জন্য।