চুল থাকুক খুশকিমুক্ত

 চুল থাকুক খুশকিমুক্ত

শীতে ত্বক শুষ্ক হয়ে বাড়ে খুশকির প্রকোপ। এ সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত চুলের যত্ন নেওয়া জরুরি। জেনে নিন খুশকি দূর করার জন্য কী করবেন- 

  • সরিষার খোল পানিতে ভিজিয়ে নরম করে মাথার তালুতে লাগান ঘষে ঘষে। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত এক সপ্তাহ করলে খুশকি দূর হয়ে যাবে।
  • খুশকি দূর করার জন্য আমলা প্যাকের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে চুলে দিন সপ্তাহে একদিন।
  • নারিকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথায় লাগান। একঘন্টা পর শ্যাম্পু করে নিন।
  • টকদই, লেবুর রস ও পানি মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।  
  • শিকাকাই গুঁড়া পানিতে মিশিয়ে লাগাতে পারেন চুলে। রুক্ষতা দূর করার জন্য একটি ডিম ফেটিয়ে তাতে ৩ চামচ অলিভ ওয়েল ও কয়েক ফোঁটা লেবুস রস মিশিয়ে নিন। চুলের গোঁড়ায় ভালো করে লাগিয়ে ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।
  • পেঁয়াজের রস খুব দ্রুত খুশকি দূর করতে পারে। পেঁয়াজ মিহি করে বেটে নিয়ে রস ছেঁকে নিন। পেঁয়াজের রস চুলের গোড়ায় ভালো করে ঘষে ঘষে লাগান। ২০-২৫ মিনিট রেখে চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার মাথায় পেঁয়াজের রস লাগান। এতে নতুন চুলও গজাবে।
  • নিমপাতা বেটে নারিকেল তেল মিশিয়ে মাথার ত্বকে লাগান। আধাঘন্টা পর ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরার রস চুলের গোঁড়ায় লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

 

মডেল: বাঁধন 
ছবি: সাজ্জাদ হোসেন

/এনএ/