সুন্দর ত্বকের জন্য ৫ উপাদান

রান্নাঘরে থাকা কিছু উপাদানের সাহায্যে পেতে পারেন সুন্দর, মসৃণ ও উজ্জ্বল ত্বক। জেনে নিন এগুলোকে কীভাবে কাজে লাগাবেন।

 

  • পাকা পেঁপে চটকে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে নরম ও উজ্জ্বল।
  • কফি গুঁড়ার সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ত্বক ম্যাসাজ করুন। ত্বকের উপরের অংশে জমে থাকা মরা চামড়া দূর হবে।
  • তৈলাক্ত ত্বকে জমে থাকা তেল ও ময়লা দূর করতে বেসনের সাহায্য নিতে পারেন। হলুদ গুঁড়া, মধু ও টক দইয়ের সঙ্গে বেসন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • উজ্জ্বল ও দাগহীন ত্বকের জন্য ত্বক দই লাগান ত্বকে। কিছুক্ষণ পরধুয়ে ফেলুন।
  • ঘুমানোর আগে অলিভ অয়েল হালকা করে ম্যাসাজ করুন ত্বকে। পরদিন ধুয়ে ফেলুন। ত্বক হবে মসৃণ।