ব্যবসায়ী সাকিবের নতুন ইনিংস

বিশ্ব ক্রিকেটের এক নম্বর অল রাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটে যেমন নিজেকে সব চেয়ে উঁচু স্থানে নিয়ে গিয়েছেন, তেমনি ব্যবসায়ী হিসেবেও কুড়িয়েছেন সুনাম। হোটেল ব্যবসা থেকে অ্যাগ্রো ফার্মের পর এবার সাকিবের নতুন পদচারণা স্বর্ণ ব্যবসায়। সাকিবের এই উদ্যোগটির সাথে যৌথভাবে রয়েছে বাংলাদেশের লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস।

রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান সাকিব আল হাসান তার নেওয়া নতুন উদ্যোগের অংশ হিসেবে 'সুইজারল্যান্ডে তৈরি ২৪ ক্যারট মিন্টেড গোল্ড' বাজারে ছাড়ার ঘোষণা দেন। রাজধানীর বনানীর কিউরিয়াস আউটলেটে  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত  থেকে সাকিব আল এ ঘোষণা  দেন। আরো উপস্থিত  ছিলেন কিউরিয়াস ও ডেকো লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কল্পন এস হোসাইন এবং কিউরিয়াস এর চিফ অপারেটিং অফিসার বিশ্বজিৎ রায়।

বাংলাদেশের  বাজারে  ছাড়ার  ঘোষণা দেওয়া এই ২৪ কে স্বর্ণবার ৯৯.৯৯ শতাংশ বিশুদ্ধ যা সুইজারল্যান্ডে তৈরি করা হয়েছে। ২৪ কে সোনার  বারগুলো বিশ্বজুড়ে সুপরিচিত  এবং সঞ্চয়, বিনিয়োগ এবং লাভজনক পণ্য হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে।

নিজের নতুন এই উদ্যোগের কথা বলার সময় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমাদের দেশে এক সময় বিভিন্ন উৎসব বা আনন্দের মুহূর্তে সোনা উপহার দেওয়ার রেওয়াজ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এবং সোনার দাম বৃদ্ধির কারণে তা বদলে গেছে। সঠিক গুণমান নিশ্চিত করে সমাজের প্রতিটি মানুষের কাছে স্বর্ণ সহজলভ্য করতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমরা এই ব্যবস্থা করেছি।’

এই স্বর্ণ প্রতিগ্রামের দাম নির্ধারণ  করা হয়েছে ৬ হাজার ৬৭৫ টাকা। এটি ১ গ্রাম, ২.৫ গ্রাম, ৫ গ্রাম, ১০ গ্রাম, ১ তোলা, ১ আউন্স, ১০০ গ্রাম আকারে বাজারে পাওয়া যাচ্ছে।