মা ও সন্তানের সুরক্ষায় বার্জার

 

ক্ষুদে আঁকিয়েদের অনুপ্রাণিত করতে পেইন্ট সল্যুশন কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) নিয়ে এসেছে অ্যাক্রেলিক পেইন্ট ‘বার্জার আর্টিস্টা।’ এছাড়া গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নতুন পণ্য ‘ব্রিদ ইজি ভাইরাকেয়ার’ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এর বিশেষ কোটিং ঘরের দেয়ালে জমে থাকা ভাইরাস এবং ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে এর ক্ষতিকর প্রভাব বিস্তার রোধ করে। ‘ব্রিদ ইজি ভাইরাকেয়ার’ ওয়াটারবেজড ইন্টেরিয়র ইমালশন পেইন্ট, যার সিলভার আয়ন টেকনোলজি রঙ করার পর দেয়ালের ৯৯ শতাংশের বেশি সংক্রামক ভাইরাস ও ব্যাকটেরিয়া ধবংস করতে সক্ষম। এটি পরিবেশবান্ধব পণ্য হিসেবে সিঙ্গাপুর এনভায়রনমেন্ট কাউন্সিল (এসইসি) থেকে গ্রিন লেবেল সার্টিফিকেট অর্জন করেছে। স্বল্প ভিওসি (ভোলাটাইল অর্গানিক কমপাউন্ড)-যুক্ত ব্রিদ ইজি ভাইরাকেয়ার গন্ধমুক্ত রঙ, যা গর্ভবতী মায়ের শরীর ও মন দুটিকেই প্রাণবন্ত রাখে।