যে ৮ কারণে পাকা পেঁপে খাবেন নিয়মিত

অ্যান্টি-অক্সিডেন্ট ও বিভিন্ন ভিটামিনে ভরপুর পাকা পেঁপে খেতে পারেন রোজ। এটি যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে, তেমনি নানা ধরনের রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে। জেনে নিন পাকা পেঁপে খেলে কী কী উপকার পাওয়া যায়।

 

  1. প্রচুর পরিমাণে ফাইবার ও খুব সামান্য ক্যালোরি রয়েছে পেঁপেতে। ফলে এটি খেলে অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগবে না। ফলে ওজন থাকবে নিয়ন্ত্রণে।
  2. ভিটামিন এ এর শক্তিশালী উৎস পাকা পেঁপে। নিয়মিত পাকা পেঁপে খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে।
  3. ভিটামিন সি সমৃদ্ধ পাকা পেঁপে খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না সহজে।
  4. প্রতিদিন এক বাটি পাকা পেঁপে খেলে দৈনন্দিন ভিটামিন সি এর চাহিদা মিটবে। এই ভিটামিন শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
  5. পাকা পেঁপেতে থাকা ভিটামিন সি, পটাসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট হার্ট ভালো রাখে। শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে সক্ষম ফলটি।
  6. কোলন ক্যানসারের ঝুঁকি কমায় পাকা পেঁপে।
  7. প্রচুর পরিমাণে পানি রয়েছে ফলটিতে। পাশাপাশি ফাইবারেরও চমৎকার উৎস এটি। ফলে নিয়মিত পাকা পেঁপে খেলে দূরে থাকা যায় অ্যাসিডিটি ও হজমের গণ্ডগোলের মতো সমস্যা থেকে। 
  8. ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে পাকা পেঁপের জুড়ি নেই।