সৌন্দর্য সমস্যার চটজলদি সমাধান!

সৌন্দর্য সমস্যার চটজলদি সমাধান

তেলতেলে হয়ে যাওয়া ত্বকে মেকআপ বসছে না। অথচ একটু পরই পার্টি! মেকআপ করতে গিয়ে এধরণের বিভিন্ন সমস্যায় পড়তে হয় আমাদের। এসব সমস্যার ঝটপট সমাধান দেখে নিন এক নজরে-   

তৈলাক্ত ত্বকের জন্য

পার্টিতে যাওয়ার সময় মেকআপ করতে গিয়ে দেখলেন মুখ তেলতেলে হয়ে আছে। কী করবেন? একটি বোতলে গোলাপজল ও স্কিন টোনার নিন। মুখে স্প্রে করে টিস্যু দিয়ে মুছে নিন। দূর হবে ত্বকের তৈলাক্ত ভাব।  

নখ ভেঙে গেলে
হঠাৎ নখ ভেঙে গেলে কেটে ফেলার দরকার নেই। নেইল ফাইলার দিয়ে সাবধানে ফাইল করে নিন ভাঙা অংশ।
ফেটে যাওয়া ঠোঁটের জন্য

চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে স্ক্রাব করে নিন ঠোঁট। মরা চামড়া দূর হয়ে নরম হবে ঠোঁট।

ঝটপট চুলের সাজ  

তাড়াহুড়া করে বাইরে যাওয়ার আগে এলোমেলো চুলগুলোকে একটা উঁচু পনিটেইল বেধে ফেলুন। সামনে অল্প পাফ করে নিতে পারেন।
মুখের দুর্গন্ধ দূর করতে

লেবুর রস ও ১ টেবিল চামচ ভিনেগার একসঙ্গে মিশিয়ে কুলি করে নিন। দূর হবে মুখের দুর্গন্ধ।

 

/এনএ/