ঘাম জমে ঝরছে চুল? সমাধান ভেষজেই

গরমে চুলের গোড়ায় ঘাম জমে চুল ঝরে যায়। এছাড়া মাথার ত্বকে চুলকানি ও খুশকির সমস্যাও বাড়ে গরমে। চুল ঝরঝরে রাখতে ভেষজের তৈরি হেয়ার প্যাক ব্যবহার করুন এ সময়।

 

  • কয়েকটি জবা ফুল বেটে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। নারকেল তেল ও অলিভ অয়েলে কয়েকটি জবা ফুল ফুটিয়ে তেল ব্যবহার করতে পারেন চুলের যত্নে।
  • তুলসি পাতা বেটে টক দই মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ৪০ মিনিট। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • গোলাপ ফুলের পাপড়ি বেটে চুলে লাগালেও উপকার পাবেন। সঙ্গে খানিকটা বেসন মিশিয়ে নিন।
  • নিম পাতা ফুটিয়ে নিন কিছুক্ষণ। ছেঁকে পানিটুকু আলাদা করুন। ঠান্ডা হলে চুল ধুয়ে ফেলুন।
  •  মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • অ্যালোভেরা জেল সরাসরি লাগান চুলের গোড়ায়। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।