ক্যাকটাসের যত্ন

সঠিকভাবে পরিচর্যা করলে ক্যাকটাস গাছ শাখা প্রশাখা মেলে বিশাল আকৃতি ধারণ করতে পারে। আবার যত্নের অভাবে গোড়া পচে যেতে পারে। জেনে নিন ক্যাকটাসের যত্ন সম্পর্কে।

 

সঠিক গাছ বাছাই করুন
কিছু ক্যাকটাস কড়া রোদ ছাড়া বাঁচে না। কিছু আবার হালকা রোদ ও আলো বাতাসেই তরতর করে বাড়ে। আপনি যে আবহাওয়ায় বসবাস করেন তার জন্য যে ক্যাকটাস উপযোগী সেটিই কিনুন৷ ঘরের তাপমাত্রা খুব বেশি হলে কাঁটাযুক্ত ক্যাকটাস কিনতে পারেন৷ অনেক দিন বাঁচবে।

খুব বেশি পানি দেবেন না
বেশি পানির প্রয়োজন হয় না ক্যাকটাসের। মাটি না শুকালে পানি দিতে যাবেন না। সপ্তাহে দুই বা তিন দিন পানি দিতে পারেন।

সঠিক মাটি এবং খাদ্য
সাধারণ গাছের মাটি আর ক্যাকটাসের মাটি আলাদা। বালি, হাড়ের গুঁড়ো, দোআঁশ মাটি দিয়ে প্রস্তুত করা হয় ক্যাকটাসের মাটি। যে মাটি পানি বা ময়েশ্চার দীর্ঘদিন ধরে রাখে সে মাটি ক্যাকটাসের উপযোগী নয়। কিছু দিন পরপর সার দেবেন মাটিতে।

পোকামাকড় দূর করুন
ক্যাকটাসে পোকা আক্রমণ করলে ভালো মানের কীটনাশক ব্যবহার করুন।