ফেলনা থেকে উইন্ড চাইম!



টুংটাং শব্দে অতিথিকে অভ্যর্থনা জানাতে নিজেই তৈরি করে ফেলতে পারেন চমৎকার উইন্ড চাইম। সেজন্য খুব বেশি কষ্ট করারও প্রয়োজন নেই। রান্নাঘরের অপ্রয়োজনীয় তৈজস, ফেলে দেওয়া বিভিন্ন জিনিস ব্যবহার করেই বানিয়ে ফেলা যায় নজরকাড়া উইন্ড চাইম। দেখে নিন কিছু আইডিয়া-  

চাবি উইন্ড চাইম

অপ্রয়োজনীয় চাবিগুলো ফেলে দিচ্ছেন? চাবি বিভিন্ন রঙ দিয়ে রাঙিয়ে সুতা বেধে ঝুলিয়ে দিন বসার ঘরে। হয়ে গেল চমৎকার উইন্ড চাইম!

বোতলের ঢাকনা থেকে উইন্ড চাইম  

বিভিন্ন রঙের প্লাস্টিকের বোতলের ঢাকনা নিন। ঢাকনার মাঝ বরাবর ছিদ্র করে সুতা কিংবা দড়ি বেধে ঝুলিয়ে দিন ঘরের বাইরে অথবা বাগানে।

চামচ দিয়ে উইন্ড চাইম   

নষ্ট হয়ে যাওয়া চামচ দিয়ে বানিয়ে ফেলতে পারেন উইন্ড চাইম। চামচের নিচের অংশ কেটে ফেলুন। মাঝে ছিদ্র করে সুতা অথবা পাতলা তার দিয়ে ঝুলিয়ে দিন ঘরে অথবা দরজার বাইরে। 

কৌটা থেকে উইন্ড চাইম

পুরানো রঙের কৌটাগুলো ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন উইন্ড চাইম। সাইজ অনুযায়ী কৌটা সাজিয়ে ঝুলিয়ে দিন পছন্দমতো কোনও জায়গায়।

পেন্সিল থেকে উইন্ড চাইম

বিভিন্ন রঙের পেন্সিল আছে ঘরে? চট করে বানিয়ে ফেলুন উইন্ড চাইম।

শিকল দিয়ে উইন্ড চাইম

মরিচা পড়ে যাওয়া শিকলগুলো আকৃতি অনুযায়ী সাজিয়ে ঝুলিয়ে দিতে পারেন বাগানে।

ঢাকনা থেকে উইন্ড চাইম  

কোল্ড ড্রিংকের বোতল থেকে ঢাকনা নিয়ে বানিয়ে ফেলুন চমৎকার উইন্ড চাইম। 

তৈজসপত্র থেকে উইন্ড চাইম

রান্নাঘরে ব্যবহৃত না হওয়া বিভিন্ন ষ্টীলের তৈজসপত্র ঝুলিয়ে দিন গোলাকার কোনও ঢাকনায়। 
মাটির পাত্র থেকে উইন্ড চাইম

মাটির পাত্র রঙ করে বানিয়ে নিন নান্দনিক উইন্ড চাইম। রাখতে পারেন বসার ঘর কিংবা অন্য কোথাও। 

/এনএ/