শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা (ফটো ফিচার)

গাছে গাছে ঝুলে আছে পাকা আম। একটু সামনে এগুলেই চোখে পড়বে লেবু, করমচা এমনকি গাছে ঝুলে থাকা কাঁঠালও। আজ ৫ জুন (রবিবার) ঢাকার শেরে বাংলা নগরের বাণিজ্যমেলা মাঠে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২। মাসব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এবারের মেলায় মোট ১১০টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন ধরনের ফলদ গাছ, ফুল গাছ, ঔষধি গাছ, ক্যাকটাস, ইনডোর প্ল্যান্ট রয়েছে বৃক্ষমেলায়। গাছের পাশাপাশি টব, সার, পাটজাত দ্রব্যও পাওয়া যাচ্ছে। মেলাটি আগামী ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।