শুরু হচ্ছে অস্ত্র বিষয়ক চিত্র প্রদর্শনী

শুরু হচ্ছে অস্ত্র বিষয়ক চিত্র প্রদর্শনী

অস্ত্র তখনই ক্ষতির কারণ হয় যখন মানুষ সেটাকে খারাপ কাজে ব্যবহার করে। অস্ত্র নিজে নিজে কারোর ক্ষতি করতে পারে না- এই কনসেপ্ট নিয়ে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট আয়োজন করেছে অস্ত্র বিষয়ক চিত্র প্রদর্শনী 'ওয়েপান কান্ট কিল।' সাতজনের স্ক্রিন শিল্পী দল 'দাগী আর্ট গ্যারেজ' এর প্রথম চিত্র প্রদর্শনী এটি। প্রদর্শনীতে থাকছে পেইন্টিং, স্কাল্পচার, পারফর্মেন্স অব আর্ট এবং ফটোগ্রাফি। আজ ৩ ফেব্রুয়ারি শুরু হওয়া ৮ দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। 



/এনএ/