বাথরুমের দুর্গন্ধ দূর করতে

বাথরুমের দুর্গন্ধ দূর করতে

অনেক সময় নিয়মিত পরিষ্কার করার পরও এক ধরনের ভ্যাপসা গন্ধ থেকে যায় বাথরুমে। এ গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনার ব্যবহার করা যায়। তবে সবসময়ের জন্য বাথরুম সুরভিত রাখতে ব্যবহার করতে পারেন হাতের কাছাকাছি থাকা কিছু উপকরণ। জেনে নিন সেগুলো কী কী-

লেবুর রস
বাথরুমের মেঝে ও কমোডে লেবুর রস ছড়িয়ে দরজা বন্ধ করে দিন। এক ঘন্টা পর ধুয়ে ফেলুন। দুর্গন্ধ চলে যাবে।  

বেকিং সোডা
বেকিং সোডা পানিতে মিশিয়ে বাথরুমের মেঝে ও কমোড পরিষ্কার করুন। সপ্তাহে দুইবার পরিষ্কার করলে দুর্গন্ধ থাকবে না।  

ভিনেগার
আপেল সিডার ভিনেগার দিয়ে পরিষ্কার করুন বাথরুম। এটি দুর্গন্ধ দূর করার পাশাপাশি ঝকঝকে করবে বাথরুম।  

/এনএ/