ঢাকার কাছে সেরা ৫ রিসোর্ট

মেঘ-বৃষ্টির বর্ষাকাল খানিকটা অবসর কাটানোর জন্য চমৎকার সময়। দুই একদিনের ছুটি প্রাকৃতিক পরিবেশে কাটাতে চাইলে ঢাকার একদম আশেপাশেই দেখা মিলবে চমৎকার সব রিসোর্টের। জেনে নিন ঢাকার কাছে সেরা কিছু রিসোর্টের খোঁজখবর।

 

১। সারাহ রিসোর্ট
গাজীপুরের রাজাবাড়িতে অবস্থিত নয়নাভিরাম সবুজে ঘেরা সারাহ রিসোর্ট। ২০০ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে রিসোর্টটি। সুইমিং পুল, ওয়াটার লজ, মুভি থিয়েটার, জিম, কায়াকিং, কিডস জোন, ইনডোর ও আউটদোর গেমসহ নানা ধরনের অ্যাক্টিভিটি করার সুযোগ পাবেন এখানে।

যোগাযোগ: ০১৯৮০০০৩০০০

 

ছুটি রিসোর্ট


২। ছুটি রিসোর্ট

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ঘেঁষা ছুটি রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন। ভাওয়াল রাজবাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার সুকুন্দি গ্রামে ৫০ বিঘা জমির উপর এই রিসোর্টের অবস্থান। এখানকার গ্রামীণ পরিবেশে রয়েছে মাছ ধরার ব্যবস্থা, পাখির ঘর, বাঁশের কটেজ, শিশুদের জন্য আলাদা জোন, সুইমিং পুল, রেস্টুরেন্টসহ আরও অনেক কিছু।    

যোগাযোগ: ০১৭৭৭১১৪৪৮৮

ভাওয়াল রিসোর্ট

 

৩। ভাওয়াল রিসোর্ট
গাজীপুরের মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামে প্রায় ৬৫ একর জমির উপর এই রিসোর্ট অবস্থিত। সুইমিং পুল ছাড়াও রয়েছে সাইক্লিং, লন টেনিস, ব্যাডমিন্টন, বিলিয়ার্ড, জিমনেশিয়াম, স্পা এবং বারবিকিউ জোন রয়েছে এই বিলাসবহুল রিসোর্টটিতে।

যোগাযোগ: ০১৮৭১০০৪০০৭

নক্ষত্রবাড়ি রিসোর্ট

 

৪। নক্ষত্রবাড়ি রিসোর্ট
যান্ত্রিক কোলাহল থেকে দূরে ছায়া ঘেরা পরিবেশে অবকাশ যাপনের জন্য বেছে নিতে পারেন গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট থেকে। প্রায় ২৫ বিঘা জমির উপর নির্মিত এই রিসোর্টে রয়েছে কৃত্রিম ঝরনা, দীঘি, সুইমিং পুল ও রেস্টুরেন্ট। পানির উপর অবস্থতি ওয়াটার বাংলো রয়েছে বেশ অনেকগুলো। মাছ ধরা, পুল সাইড পার্টি, শিশুদের খেলার ব্যবস্থাসহ আরও অনেক কিছু পেয়ে যাবেন এই রিসোর্টে ঘুরতে গেলে।

যোগাযোগ: ০১৭৭২২২৪২৮২

 

রাজেন্দ্র ইকো রিসোর্ট

৫। রাজেন্দ্র ইকো রিসোর্ট
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে ৮ কিলোমিটার দূরে শালবনের ভেতর প্রায় ৮০ বিঘা জমির উপর অবস্থিত রাজেন্দ্র ইকো রিসোর্ট। এখানে ২৬টি কটেজ ছাড়াও রয়েছে মাটির ঘর। ঘন বনের মধ্যে বসে উপভোগ করতে পারবেন পাখপাখালির ডাক। রয়েছে রেস্টুরেন্ট ও সুইমিং পুল।  

যোগাযোগ: ০১৭৯৩৩১৩৬৬১