মিরাকির শাড়ি প্রদর্শনী ‘ঈদ এলোরে’

ঈদ সামনে রেখে হাতে তৈরি শাড়ি নিয়ে ফ্যাশন হাউস 'মিরাকি' আয়োজন করেছে শাড়ি প্রদর্শনীর। আধুনিকতার ছোঁয়ায় সাজানো নান্দনিক ডিজাইনের দেশীয় সব শাড়ি জায়গা পেয়েছে প্রদর্শনীতে।

বুধবার (২২ জুন) রাজধানীর ধানমন্ডির ৬/এ রোডের ৫০ নাম্বার বাড়িতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী এই শাড়ি প্রদর্শনী। ২৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

প্রদর্শনীর আয়োজক ও ডিজাইনার অর্নব আচার্য বলেন, 'মিরাকির শাড়ির মূল বৈশিষ্ট্য হলো আমাদের দেশীয় শাড়িতে আধুনিক রূপ দেওয়া। আমরা চাই আমাদের শাড়ি সবাই পড়ুক। তাই অনেক ডিজাইনে বিভিন্ন দামের মধ্যে শাড়ি রাখি আমরা। ১০ হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত শাড়ি রয়েছে আমাদের।'

 

 

প্রসঙ্গত, ২০১৬ সালে যাত্রা শুরু করা কানাডাভিত্তিক উইমেন লাইফস্টাইল ব্র্যান্ড মিরাকি। যার প্রধান ডিজাইনার সামিয়া সুলতানা। শাড়ি ছাড়াও নারীদের জন্য আরও বিভিন্ন পোশাক তৈরি করে আসছে ব্র্যান্ডটি।