স্থানীয় শিল্প অনুরাগীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের প্রদর্শনী ‘বাংলা’ 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল ও টাওয়ার হ্যামলেটস যৌথভাবে ‘বাংলা’ শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের অবদান তুলে ধরা হয়েছে।

টাওয়ার হ্যামলেটস লাইব্রেরিজ অ্যান্ড আর্কাইভস, লন্ডনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি, সিটিজেন রিসার্চারস (স্থানীয় কমিউনিটির সদস্যবৃন্দ) ও দ্য রেইনবো কালেক্টিভ এর সাথে যৌথভাবে সম্প্রতি ঢাকাভিত্তিক আর্কিটেকচার স্টুডিও পাড়া এই শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে; যেখানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নাগরিক গবেষকদের (সিটিজেন রিসার্চারস) শিল্পকর্মগুলো প্রদর্শিত হয়। 

এ নাগরিক গবেষকরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা টাওয়ার হ্যামলেটসের জনগণের কীর্তি স্থানীয় কমিউনিটির মাঝে তুলে ধরেন। ঢাকায় এ প্রদর্শনীর মাধ্যমে শিল্পকর্মগুলো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে ব্রিটিশ কাউন্সিল।

১৬ জুন রাজধানীর ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের অফিসে এ প্রদর্শনী শুরু হয়। আয়োজনটি চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। আগ্রহীরা সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত শিল্পকর্মগুলো দেখতে পারবেন।