ঈদ উপলক্ষে চলছে ৩ মেলা

ঈদকে সামনে রেখে রাজধানীর বেশ কিছু জায়গায় জমে উঠেছে মেলা। ঈদের পোশাক, গয়না, ঘর সাজানোর পণ্যের পাশাপাশি প্রয়োজনীয় অনেক কিছু একবারে কিনে নিতে চাইলে ঢুঁ মারতে পারেন এসব মেলায়। 

বারুণী মেলা 
ধানমন্ডি সাতাশ নাম্বারের মাইডাস সেন্টারে আজ ১ জুলাই শুরু হয়েছে ঈদমেলা। দুই দিনব্যাপী এই মেলায় কেবলমাত্র দেশীয় পণ্যই পাওয়া যাবে। অনলাইন ও অফলাইনভিত্তিক মোট ২৮টি উদ্যোগ অংশ নিয়েছে মেলায়। আগামীকাল ২ জুলাই সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে আয়োজনটি। 

মনোতারার বাড়িতে ঈদমেলা
বি ব্লক, লালমাটিয়া হাউজিং স্ট্রিটের ২/১৭ নম্বর বাড়িতে দেশীয় পণ্য নিয়ে শুরু হয়েছে ঈদমেলা। মনোতারা'র বাড়িতে আজ ১ জুলাই শুরু হওয়া মেলাটি চলবে আগামীকাল রাত ৯টা পর্যন্ত। মেলায় পাওয়া যাচ্ছে দেশীয় পোশাক, ন্যাচারাল ডাইয়ের শাড়ি, গজ কাপড়, ছোটদের পোশাক, টিপ, গয়নাসহ আরও অনেক কিছু। মেলায় আগতদের জন্য গানের অনুষ্ঠান ও খাবারের ব্যবস্থাও রেখেছেন আয়োজকরা। 

 

হার ই-ট্রেডের মেলা 

হার ই-ট্রেডের মেলা 
গুলশানের শুটিং ক্লাবে চলছে হার ই-ট্রেডের ঈদমেলা। দুই দিনব্যাপী মেলার শেষ দিন আজই। রাত দশটা পর্যন্ত চলবে মেলা। দেশীয় পণ্যের ৪৫ জন নারী উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করছেন মেলায়।