কাঁচা মরিচ তাজা রাখতে কী করবেন?

বাজার থেকে কাঁচা মরিচ কিনে আনার পর কয়েকদিন যেতে না যেতেই নেতিয়ে পড়ে সেগুলো। এমনকি ফ্রিজে রাখলেও শুকিয়ে যায় মরিচ। জেনে নিন কীভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত তাজা থাকবে কাঁচা মরিচ।

 

  • মরিচ কখনও বোঁটাসহ রাখবেন না ফ্রিজে। বোঁটা ছিঁড়ে রাখলে দ্রুত পচবে না মরিচ।
  • বাইরের বাতাস ঢুকতে না পারে এমন বয়ামে রাখুন মরিচ। জিপলক ব্যাগও ব্যবহার করতে পারেন। বয়াম বা ব্যাগের ভেতরে কিচেন টাওয়েলে মুড়ে মরিচ রাখুন ফ্রিজে। ২০ থেকে ২৫ দিন পর্যন্ত ভালো থাকবে।
  • পলিথিন ব্যাগে রাখবেন না মরিচ। অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখতে পারেন। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
  • ফ্রিজে রাখার আগে পচে যাওয়া বা শুকিয়ে যাওয়া মরিচ সরিয়ে ফেলবেন।