বর্ষায় বারান্দার শোভা বাড়াবে রেইন লিলি

রেইন লিলি ছোট টবেও লাগাতে পারেন। তবে টবটি এমন স্থানে রাখবেন যেখানে সরাসরি বৃষ্টি ও রোদ পড়ে। যত রোদ পড়বে, তত বেশি ফুল আসবে গাছে। বৃষ্টি পড়ার দুই থেকে তিন দিনের মধ্যেই ফুলে ফুলে ভরে উঠবে গাছ।

বৃষ্টি পছন্দ করলেও রেইন লিলি গাছের গোড়ায় কিন্তু পানি জমিয়ে রাখা যাবে না। টবের মাটি তৈরির জন্য ৪০ শতাংশ ঝুরঝুরে মাটি, ৩০ শতাংশ সাদা বালি, ভার্মি কমপোস্ট অথবা গোবর সার ২০ শতাংশ এবং বাকি অংশ নিম খৈল ও হাড়ের গুঁড়া মিশিয়ে নিন।

রেইন লিলি গাছের খুব বেশি যত্নের প্রয়োজন নেই। মাটি শুকিয়ে গেলে পানি দেবেন। পাতাগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেলে সামান্য ছেঁটে দেবেন উপর থেকে। বৃষ্টির পানি জমিয়ে রেখে দিতে পারেন গাছের গোড়ায়। এটিই সার হিসেবে কাজ করবে।