পুরনো শাড়ি কাজে লাগাতে পারেন যেসব উপায়ে

কাতান বা বেনাসরি শাড়ি কেটে বানিয়ে ফেলতে পারেন টেবিল রানার। দুই দিকে পাড় বসিয়ে সেলাই করে নিন।

 

বানিয়ে ফেলতে পারেন টেবিল রানার

 

ল্যাম্পশেডের কাভার বানিয়ে ফেলতে পারেন কাজ করা সুতি শাড়ি দিয়ে।

 

ল্যাম্পশেডের কাভার

জমকালো শাড়ি কেটে বানিয়ে ফেলতে পারেন ব্লাউজ। শাড়ির পাড় বসিয়ে নিন ব্লাউজের হাতায়।

 

ব্লাউজ বানিয়ে নিতে পারেন

 

কাতান বা জামদানি শাড়ি কেটে বানিয়ে ফেলুন ওড়না। খানিকটা ছিমছাম পোশাকের সঙ্গে জমকালো লুক নিয়ে আসবে এই ওড়না।

 

শাড়ি দিয়ে ওড়না বানিয়ে ফেলতে পারেন

 

কটি বা জ্যাকেট বানিয়ে ফেলতে পারেন। সাদা বা হালকা রঙের পোশাকের সঙ্গে স্টাইলিং করুন জমকালো কাতান শাড়ির জ্যাকেট দিয়ে।

বেনারসি জ্যাকেট

সুতি শাড়ি কেটে সেলাই করে দরজা বা জানালার পর্দা বানিয়ে ফেলা যায়।  

 

ঘরের পর্দা বানিয়ে ফেলতে পারেন

 

বিকেলে বসে চা খাওয়ার ছোট্ট টেবিলটি ঢেকে দিতে পারেন শাড়ি দিয়ে তৈরি করা কভারের সাহায্যে।

টেবিল কভার

 

কুশন কভার বানিয়ে ফেলতে পারেন পুরনো শাড়ি দিয়ে।

 

কুশন কভার বানিয়ে ফেলা যায়