গরম ভাতের সঙ্গে ইলিশের কোফতা কারি

ইলিশ মাছ ভাজা কিংবা সর্ষে ইলিশ তো খাওয়া হয় প্রায়ই। এবার স্বাদে নতুনত্ব আনতে মজাদার কোফতা কারি বানিয়ে ফেলতে পারেন ইলিশ মাছ দিয়ে। জেনে নিন রেসিপি।

 

৪ টুকরো ইলিশ মাছের টুকরো ভালো ধুয়ে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। মাছের কাঁটা বেছে পাটায় বেটে নিন। বাটা মাছের সঙ্গে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, স্বাদ মতো মরিচ গুঁড়া, জিরার গুঁড়া ও ১ টেবিল চামচ বেসন দিয়ে মেখে একটি পাত্রে রাখুন। মিশ্রণটিকে ছোট ছোট কোফতার আকারে গড়ে নিন। তেল গরম করে কোফতা ভেজে নিন।

কোফতা উঠিয়ে সে একই তেলে ১ কাপ পেঁয়াজ কুচি ও ১ কাপ টমেটো কুচি দিয়ে ভেজে নিন। ভাজাভাজা হয়ে এলে হলুদেড় গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিন। খানিকটা পানি দিয়ে কোফতাগুলো দিয়ে দিন। ঝোল ঘন হয়ে গেলে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন।