শপিংয়ে গিয়ে অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে?

জরুরি জিনিস কিনতে শপিং মলে ঢুঁ মেরেছিলেন। কিন্তু অপ্রয়োজনীয় বেশ কিছু জিনিস কিনে বাড়তি খরচ হয়ে গেছে বলে খুঁতখুঁত করছে মনটা। এমন পরিস্থিতিতে আমরা অনেকেই পড়ি। কিছু টিপস অনুসরণ করে ও বাজেট মেনে কেনাকাটা করতে পারলে শপিংয়ে গিয়ে বাড়তি খরচের ভার বহন করতে হবে না।

 

  • হুটহাট শপিংয়ে যাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে সবার আগে। মন খারাপ হলে বা অলস সময় কাটাতে শপিং মলে যাবেন না। কেবল প্রয়োজনেই যান শপিং মলে।
  • কী কী কিনবেন সেটার একটি লিস্ট তৈরি করে নিন। পরিকল্পনা ছাড়া কেনাকাটা করতে গেলে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে।
  • ভালো ও মানসম্মত পণ্যের উপর বাজেট রাখুন। যেমন প্রসাধনীর ক্ষেত্রে মানসম্মত একটি ময়েশ্চারাইজার কিনলে ত্বকের যত্নে আরও অনেক প্রসাধনী না কিনলেও চলে।
  • মূল্যছাড় চলছে এমন ব্র্যান্ড বেছে নিন কেনাকাটার জন্য।
  • শপিং করতে যাওয়ার আগে বাজেট ঠিক করে নেবেন অবশ্যই। বাজেটের বাইরে কোনোভাবেই করবেন না কেনাকাটা।
  • চেষ্টা করুন অনলাইন শপিং ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে। এতে তুলনামূলক কম দামে পণ্য কেনার সুযোগ পাবেন। অনলাইন কেনাকাটায় অনেক শপ ছাড়ও দেয়।
  • তবে অনেকেই অনলাইন কেনাকাটায় আসক্ত হয়ে পড়েন যার ফলে বাড়তি খরচ হয়ে যায়। এই অভ্যাস দূর করতে হুট করে কিছু অর্ডার দেবেন না। আগে কার্টে ফেলে রাখুন কয়েকদিন। এরপরও যদি মনে হয় জিনিসটি খুবই প্রয়োজনীয়, তবেই অর্ডার দিন।