বিয়ের সব আয়োজন একই ছাদের নিচে

 

বিয়ের মৌসুমকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ ওয়েডিং এক্সপো ২০২২। গতকাল ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক লিংক্স ইভেন্টসের সিইও নুযাত নাওয়ার, বায়োজিনের ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) কামরুল হাসান রনি, সাইমন বিচ রিসোর্টের ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আহসানুল হোসাইন এবং আইসিসিবির চিফ অপারেটিং অফিসার এম এম জসিম উদ্দিন। 

বিয়ের পোশাক, গয়না, উপহার, আসবাব, হানিমুনসহ নানা আয়োজনের খুঁটিনাটি সবই মিলছে ওয়েডিং এক্সপোতে। প্রথম দিনের মূল আকর্ষণ ছিল ফ্যাশন শো। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নাজিফা তুষিসহ অন্যান্য মডেলরা জমকালো সব পোশাক পরে হাজির হন মঞ্চে। 

তিন দিনের এই বিয়ে মেলায় অংশ নিচ্ছে ৫০টি স্টল। হানিমুন, পোশাক, গয়না ও হল বুকিংয়ে থাকছে বিশেষ ছাড়।