তাদের পূজার সাজ

বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ শেষ হলো শারদীয় দুর্গাপূজা। উৎসবের বিভিন্ন দিনে লাল-সাদা শাড়ি, জমকালো সাজ, শাঁখা-সিঁদুর আর আলতায় রঙিন হয়ে আনন্দে মেতেছিলেন সনাতন ধর্মাবলম্বী তারকারা। দেখে নিন পূজা উৎসবে কে কেমন সাজে সেজেছিলেন।

 

মিমের পূজার সাজ

 

সপ্তমীতে ঐতিহ্যবাহী সাদা লাল শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সাদা জামদানি, দেবীর মুখাবয়ব দিয়ে সাজানো জমকালো লাল ব্লাউজ আর আলতা-সিঁদুরে শারদ সাজে এনেছিলেন নান্দনিকতা। শাড়িটি কেনা হয়েছিল অনলাইন পেইজ নাইয়োরি জামদানি থেকে। অষ্টমীর দিন হলুদ কাতানে নিয়ে এসেছিলেন উৎসবের আবহ। চুলে ফুল, গলায় ও কানে পাথর বসানো গয়না ও ছোট্ট লাল টিপে সেজেছিলেন এদিন। দশমীর দিন লাল মসলিন শাড়িতে স্নিগ্ধ সাজে সাজেন এই অভিনেত্রী। অনলাইন শপ মসলিন হাউস থেকে কেনা শাড়িটিতে পাথর ও সুতার কারুকাজ করা পাড়জুড়ে। সঙ্গে ভারি কাজ করা লাল ব্লাউজ পরেছিলেন। গলা খালি রেখে কানে পরেছিলেন লম্বা টানা ঝুমকা।

পূজা চেরির শারদ সাজ  

অষ্টমীর দিন সাদা, কালো আর লালের ছোঁয়ায় সেজেছিলেন হালের ব্যস্ত অভিনেত্রী পূজা চেরি। সুতি শাড়িটির সঙ্গে ফ্রিল দেওয়া ব্লাউজ, চোকার নেকলেস ও সীতা হারে সাজে এনেছিলেন উৎসবের আবহ। কপালে লাল টিপের সঙ্গে সাদা কুমকুমের আঁচড়, খোঁপায় ফুল ও সিঁথির সিঁদুরে জমকালো ছিলেন এই অভিনেত্রী। নবমীর দিন সোনালি, লাল, অফ হোয়াইট কাতান শাড়ি পরেছিলেন পূজা। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে একরঙা লাল ব্লাউজ ও হালকা গয়নায় ছিলেন স্বাচ্ছন্দ্য। কানে ছোট ঝুমকা, গলায় চোকার, খোঁপায় ফুল আর হাত ভর্তি লাল কাচের চুড়ি। সঙ্গে সাজে পূর্ণতা আনতে ছোট্ট লাল টিপ- এতেই ছিলেন জমকালো।

অপু বিশ্বাসের পূজার সাজ

অভিনেত্রী অপু বিশ্বাস দশমীর দিন সকালে তার ফেসবুক পেইজে শেয়ার করেন সাজের ছবি। জারদৌসী সবুজ ব্লাউজের সঙ্গে লাল-সাদা ব্লকের শাড়িতে সেজেছিলেন এই তারকা। গলায় মীনা করা জমকালো নেকলেস ও কানে ঝুমকা পরেছিলেন। মেকআপে ছিলেন ছিমছাম। গাঢ় লিপস্টিকের সঙ্গে ছোট্ট লাল টিপ আর কপালে সিঁদুর দিয়ে উৎসবের আনন্দে শামিল হন তিনি।