লম্বা চুলের জন্য কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা?

চুল পড়া কমানোর পাশাপাশি চুলের বৃদ্ধি বাড়াতে চাইলে অ্যালোভেরার হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এই ভেষজে রয়েছে ভিটামিন এ, বি ১২, সি, ই, ফলিক অ্যাসিডসহ চুলের জন্য আরও নানা উপকারী উপাদান। জেনে নিন লম্বা চুলের জন্য কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা।

 

 

১। অ্যালোভেরা জেল সরাসরি পাতা থেকে সংগ্রহ করে মসৃণ করে পেস্ট করুন। আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ও সম্পূর্ণ চুলে লাগান। ২৫ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২। ১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ৩ টেবিল চামচ নারিকেলের দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৩। গ্রিন টি লিকারের সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলার আগে ১ ঘণ্টা লাগিয়ে রাখুন মিশ্রণটি।

৪। আপেল সাইডার ভিনেগার ও অ্যালোভেরা জেলের মিশ্রণ চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এরপর অপেক্ষা করুন ৪০ মিনিট।

৫। ২ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও খানিকটা মধু একসঙ্গে মিশিয়ে বানিয়ে নিন হেয়ার প্যাক। চুলে মিশ্রণটি ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।