নারী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী লাইফস্টাইল এক্সপো

নারী উদ্যোক্তাদের কমিউনিটি নিবেদিতা আয়োজন করছে গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো 'নিবেদিতা স্প্লেন্ডর ২০২২।' আগামী ২৮ ও ২৯ অক্টোবর হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে চলবে আয়োজনটি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ব্যাবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ। এই এক্সপোতে ৭০ জনেরও বেশি নারী উদ্যোক্তা এবং বিভিন্ন অনলাইন, অফলাইন ব্র্যান্ড অংশগ্রহণ করবে। জনপ্রিয় সব সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও ভ্লগাররা এক্সপোতে উপস্থিত থেকে ব্র্যান্ডগুলোর প্রমোট করবেন। এছাড়াও এক্সপোতে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন কালচারাল আয়োজন, যেখানে থাকবে ফ্যাশন শো, সংগীতশিল্পী তাহসান খানের লাইভ মিউজিক শো, ড্যান্স পারমফর্ম্যান্স, স্ট্যান্ড আপ কমিডি শো ও র‍্যাফেল ড্র।

বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ব্যাবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ বলেন, 'আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবেন নারীরা। বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটি সবসময়ই এ ধরনের উদ্যোগের পাশে থাকবে। নিবেদিতার প্রতিষ্ঠাতা ও সিইও আনিকা ইসলাম বলেন, 'এই এক্সপো নারী উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করে দেবে।'

আয়োজনটি প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১১ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।