শিশুকে ইতিবাচক আচরণ শেখানোর ১০ উপায়

পারিপার্শ্বিক ও পারিবারিক পরিবেশের ওপর অনেকাংশে নির্ভর করে শিশুর বিকাশ। শিশুর মধ্যে ইতিবাচক মনোভাব, সুন্দর মানসিকতা ও বিভিন্ন মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে চাইলে সঠিক প্যারেন্টিং খুব জরুরি। জেনে নিন কিছু টিপস।

 

  1. সবার আগে নিজেকে ইতিবাচক আচরণে অভ্যস্ত করুন। কারণ শিশুরা তার বাবা-মাকে দেখেই রপ্ত করে বেশিরভাগ গুণাবলি। অন্যের সঙ্গে সুন্দর করে কথা বলা, বিনয় কিংবা হাসিখুশি থাকা শিশুর উপর ইতিবাচক প্রভাব ফেলে।
  2. শিশুর সঙ্গে যখন অন্য কারোর সম্পর্কে কথা বলবেন, তখন সবসময় ইতিবাচক কথা বলুন।
  3. শিশুকে অন্য শিশুর সঙ্গে মেশার সুযোগ করে দিন। বাইরে নিয়ে যান সময় করে।
  4. শিশুর সামনে কখনোই অন্যের দুর্নাম করবেন না।
  5. শিশুর ভালো কাজের জন্য প্রশংসা করুন।
  6. অভিযোগ করার অভ্যাসকে কখনোই বাহবা দেবেন না।
  7. শিশুর কথা মনোযোগ দিয়ে শুনুন। এতে তারা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করবে।
  8. উদারতা, সহমর্মিতার মতো বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলাপ করুন।
  9. অন্যকে শ্রদ্ধা করতে শেখান।
  10. কখনও শিশুদের সঙ্গে অতিরিক্ত কঠোর আচরণ করবেন না কিংবা মারধোর করবেন না।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া