চুল ভেঙে যাওয়া রোধ করবে যে ৫ তেল

প্রয়োজনীয় পুষ্টির অভাব, অযত্ন ও রুক্ষতার কারণে চুল ভেঙে যেতে পারে। এ ধরনের চুল দ্রুত ঝরে পড়ে। আগা ফেটে যাওয়া কিংবা চুল ভেঙে যাওয়া রোধ করতে কয়েকটি তেল নিয়মিত ম্যাসাজ করতে পারেন চুলে।

 

১। চুলের যত্নে অনন্য আমন্ড অয়েল বা বাদামের তেল। এতে রয়েছে প্রোটিন, ওমেগা ৯ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই। শুষ্ক ও ভঙ্গুর চুলে প্রাণ ফেরাতে পারে আমন্ড অয়েল।

২। শুষ্ক ও রুক্ষ চুলে নিয়মিত ম্যাসাজ করুন নারিকেল তেল। এতে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করতে সাহায্য করে।

৩। শুষ্ক চুল ঝলমলে করতে সাহায্য করে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল। এতে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অলেক অ্যাসিড চুলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

৪। পুদিনার তেল ম্যাসাজ করতে পারেন চুলে। এতে থাকা বিভিন্ন উপকারী উপাদান চুলের বৃদ্ধি বাড়ানর পাশাপাশি চুল ভেঙে যাওয়া আটকায়।

৫। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন চুলের যত্নে। নিয়মিত ব্যবহারে ফিরবে চুলের স্বাভাবিক সৌন্দর্য। কমবে আগা ফেটে যাওয়ার প্রবণতাও।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া