মচমচে আপেল চিপস!

মচমচে আপেল চিপস

শিশু ফল খেতে চাইছে না? আপেল স্লাইস করে তৈরি করে ফেলুন মচমচে চিপস! বিকালের নাস্তায় বাইরের চিপসের বদলে শিশুকে খেতে দিন স্বাস্থ্যকর এ চিপস। জেনে নিন কীভাবে তৈরি করবেন-     

উপকরণ
আপেল- ২টি
চিনি- ১ চা চামচ
দারুচিনি গুঁড়া- ২ টেবিল চামচ
লবণ ও তেল- প্রয়োজন মতো


প্রস্তুত প্রণালী
একটি পাত্রে চিনি, লবণ এবং দারুচিনি গুঁড়া একসঙ্গে মেশান। আপেল স্লাইস করে কেটে একটি বড় পাত্রে ছড়িয়ে রাখুন। আপেলের উপরে দারুচিনি গুঁড়ার মিশ্রণ ছড়িয়ে রেখে দিন কয়েক মিনিট। তেল গরম করে আপেল মচমচে করে ভেজে তুলুন। সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার আপেল চিপস।

 

/এনএ/