চুলে তেল দিলে কি খুশকি বাড়ে?

মাথার ত্বকের শুষ্কতা, সঠিক যত্নের অভাবসহ বিভিন্ন কারণে দেখা দিতে পারে খুশকি। নানা ধরনের ঘরোয়া সমাধানের পাশাপাশি অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অনেকেই দ্বিধায় থাকেন খুশকিযুক্ত চুলে তেল দিয়ে সেটা আরও বাড়ে কিনা তা নিয়ে।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে ভারতীয় কসমেটোলোজিস্ট কিরণ ভাট জানান, তেল চুলের জন্য খুবই উপকারী। তবে খুশকি থাকলে কিছু নিয়ম মেনে তেল দেওয়ার বিকল্প নেই। মাথার ত্বকে তেল দিলে খুশকির কারণে জমে থাকা মরা চামড়ার সঙ্গে সেই তেল মিশে যায় এবং চুলকানি বাড়ে। তেল চুলে দিতেই পারেন, তবে খুশকি থাকলে সপ্তাহে একদিনের বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবং তেল দেওয়ার আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন চুল। তৈলাক্ত চুল নিয়ে বাইরে যাওয়া যাবে না। এতে ধুলাবালি আরও বেশি আকৃষ্ট হবে।  

জেনে নিন

  • মাইল্ড খুশকির কারণ অনেক হতে পারে। তবে খুশকি কিছুতেই দূর না হলে এবং দিন দিন বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় চর্মরোগ কিংবা ছত্রাকজনিত কারণেও হতে পারে খুশকি। 
  • মেয়েদের তুলনায় ছেলেদের খুশকি বেশি হয়।