বঙ্গবন্ধু সাফারি পার্কে বসন্তেই পেখম মেলেছে ময়ূর

পেখম মেলা ময়ূর

আজ বসন্তের প্রথম দিন। চারিদিকে ফুলের সমারোহ। বাতাসে ভেসে বেড়াচ্ছে ফুলের রেনু। মাতাল হাওয়া পাগল করে দিচ্ছে মন। এমন বসন্ত দিনে আমরা বাঙালি কোকিলের ডাকের প্রত্যাশায় বিভোর হয়ে থাকি। আর ভাবি চলতি পথে পায়ের তলে পড়বে পলাশ কিংবা শিমুল। কিন্তু এমন দিনে যদি চোখের সামনে পড়ে যায় পেখম মেলা ময়ূর, তাহলে কি হবে বলুন তো…

বঙ্গবন্ধু সাফারি পার্কে এমনটাই দেখা গেল পহেলা ফাল্গুনে। বসন্তের মাতাল হাওয়ায় পেখম মেলেছে সেখানকার ময়ূরগুলো। অদ্ভুত সুন্দর সেই পেখম মেলা ময়ূরের ছবি বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য…

ময়ূর-১

পেখম মেলা ময়ূর-১

ময়ূর

পেখম মেলা ময়ূর-২

সাদা ময়ূর

পেখম মেলা ময়ূর-৩

পেখম মেলা ময়ূর-৭

পেখম মেলা ময়ূর -৫

ময়ূর-২

পেখম মেলা ময়ূর -৫

পেখম মেলা ময়ূর -৯

পেখম মেলা ময়ূর -৮

 

 

 

/এফএএন/