ফুলদানির ফুল দীর্ঘদিন তাজা রাখতে কী করবেন?

ফুলদানিতে গুঁজে রাখা একগুচ্ছ তাজা ফুল যেমন অন্দরের আবহ বদলে দিতে পারে, তেমনি প্রফুল্ল রাখতে পারে মন। দিন গড়াতেই যেন নেতিয়ে না পড়ে ফুল, সেজন্য কিছু টিপস জেনে নিন।

 

  • ফুলদানির অর্ধেক অংশ পানিতে ভর্তি করে ডাঁটাসহ ফুল ডুবিয়ে দিন। একটি অ্যাসপিরিন ট্যাবলেট ছেড়ে দিন পানিতে। পরদিন আরেকটি ট্যাবলেট দেবেন।
  • ৯৫০ মিলি পানির সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ চিনি ও আধা চা চামচ ব্লিচ মেশান। এই দ্রবণে ডুবিয়ে দিন ফুল।
  • ফুলদানির পানির ভেতর খানিকটা লেমন সোডা মিশিয়ে দিলেও অনেকদিন পর্যন্ত তাজা থাকবে ফুল।
  • ১ কাপ পানিতে ১/৮ চা চামচ লবণ ও সমপরিমাণ চিনি মেশান। চিনি ও লবণ মেশানো পানিতে ফুল রাখুন। অনেকদিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে ফুলের সুগন্ধ।
  • ২ ভাগ পানি ও ১ ভাগ আপেল সিডার ভিনেগার দিয়ে ফুলদানি পূর্ণ করুন। মিশ্রণে ফুল রাখুন। ভালো থাকবে অনেক দিন পর্যন্ত।
  • ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।

 

জেনে নিন আরও কিছু টিপস   

  • ২.৫ সেন্টিমিটার অংশ কাটবেন নিচ থেকে। সোজা না কেটে একটু বাঁকা করে কাটবেন।
  • ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। পাতা থাকলে সেগুলোতে পচন তাড়াতাড়ি ধরবে।
  • ফুলের তোড়া কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।
  • দুই দিনে একবার পানি বদলে দেবেন।
  • সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি রাখবেন না।
  • ফুল রাখার জন্য কখনও ফোটানো পানি ব্যবহার করবেন না। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।