ঠাণ্ডা ঠাণ্ডা আইস লেমনগ্রাস টি

আইস লেমনগ্রাস টি

লেবুর সুগন্ধিযুক্ত লেমনগ্রাসের রয়েছে চমৎকার ঔষধি গুণাগুণ। এটি হজমে সহায়তা করে ও সতেজ রাখে শরীর। এক গ্লাস ঠাণ্ডা আইস লেমনগ্রাস টি দূর করতে পারে আপনার সারাদিনের ক্লান্তি। জেনে নিন কীভাবে তৈরি করবেন লেমনগ্রাস টি-     

উপকরণ
শুকনা লেমনগ্রাস- ২ চা চামচ
আদা- আধা ইঞ্চির টুকরা
দারুচিনি- ছোট ১ টুকরা
লবঙ্গ- ২টি
এলাচ- ২টি
মধু- ১ চা চামচ
লেবু- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী
পাত্রে ২ কাপ পানি গরম করুন। লেমনগ্রাস ও আদা কুচি দিন পানিতে। দারুচিনি, লবঙ্গ ও এলাচ ভেঙে দিন। পাত্র ঢেকে চুলায় রেখে দিন কিছুক্ষণ। চুলা থেকে নামিয়ে ছেঁকে মধু মিশিয়ে ঠাণ্ডা করুন। লেবুর রস ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা লেমনগ্রাস টি।



/এনএ/