৫ উপায়ে কাজে লাগাতে পারেন টয়লেট পেপার রোল

ব্যবহার শেষে টয়লেট পেপার রোল ফেলে দিই আমরা। তবে এটি দিয়ে কিন্তু চমৎকার সব জিনিস বানিয়ে ফেলা যায়। জেনে নিন টয়লেট পেপার রোল কীভাবে কাজে লাগাবেন।

চুলের ব্যান্ড রাখতে পারেন এভাবে

১। রোলের নিচের অংশে অল্প একটু কেটে নিন কাঁচি দিয়ে। এরপর বক্স তৈরির মতো ভাঁজ করে আঠা লাগিয়ে নিন। চারপাশে পপসিকেল স্টিক লম্বালম্বি করে আঠা দিয়ে লাগিয়ে নিন। চাইলে রঙিন কাগজ এবং সেটার উপর পাথর বা ইচ্ছে মতো নকশার স্টিকার লাগিয়ে নিতে পারেন। এবার এটি ব্যবহার করুন কলমদানি হিসেবে।

২। বিভিন্ন ইলেকট্রনিক জিনিসের সঙ্গে থাকা কর্ডগুলো গুছিয়ে রাখতে পারেন টয়লেট পেপার রোলের মধ্যে। এতে দরকারের সময় সহজেই খুঁজে পাওয়া যাবে।

গাছ লাগাতে পারেন ভেতরে

৩। রোলের নিচের অংশ আটকে মাটি ও সার দিন ভেতরে। এখানে বীজ বুনে দিতে পারেন। চারা বের হলে এটা সহই বড় টবে লাগিয়ে দিন গাছ।

৪। চুলের ব্যান্ড রোলে আটকে রাখতে পারেন। একসঙ্গে সব ব্যান্ড খুঁজে পাওয়া যাবে প্রয়োজনের সময়।

ব্যবহার করতে পারেন কর্ড অর্গানাইজার হিসেবে

৫। র‍্যাপিং পেপার একবার খুলে ফেলার পর রেখে দেওয়া বেশ ঝক্কির কাজ। টয়লেট পেপার রোলের মধ্যে রেখে দিন র‍্যাপিং পেপার। ভাঁজ পড়বে না।