কোথাও ঘুরতে গেলে হোটেলের সুইমিং পুলে দাপাদাপি যেন মাস্ট! আবার এই গরমে দুদণ্ড শান্তি পেতে পুলের পানিতে নামা হয় ঘন ঘন। তবে সুইমিং পুলের পানিতে থাকা ক্লোরিন কিন্তু চুলের জন্য ভীষণ ক্ষতিকর। ক্লোরিন থেকে চুল বাঁচানোর কিছু টিপস জেনে নিন।
- পানিতে নামার আগে চুল ভিজিয়ে নিন। এতে ক্লোরিনের পানি কম শোষণ করবে চুল।
- লিভ ইন কন্ডিশনার বা তেল লাগিয়ে নিন চুলে। এগুলো ক্লোরিনের পানি থেকে চুল বাঁচাবে।
- সুইমিং ক্যাপ পরে নিন পানিতে নামার আগে। পানি থেকে ওঠার পর অবশ্যই খুব ভালো করে সালফেট-ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।
- পানিতে নামার আগে ও ওঠার পরে একটি হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। কুসুম গরম পানিতে গ্রিন টি ব্যাগ ভিজিয়ে রাখুন। পানি ঠান্ডা হলে মিশিয়ে নিন সমপরিমাণ চাল ভেজানো পানি। দুটি উপকরণ স্প্রে বোতলে মিশিয়ে নিন। এই স্প্রে বোতল সঙ্গে রাখুন। আরও একটি পদ্ধতি আছে। ক্যামোমাইল চা তৈরি করে ঠান্ডা করে নিন। এতে দিন কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল। মিশ্রণটি স্প্রে বোতলে ভরে রাখুন। পুল থেকে ওঠার পরে এই স্প্রে করে ৩০ মিনিট মতো থেকে চুলে শ্যাম্পু করে নিন।
- সুইমিং পুলে ঘন ঘন নামলে চুলের ক্ষতি হবেই। সে জন্য একটি হেয়ার মাস্ক বানিয়ে রাখুন বাড়িতেই। পাকা কলা চটকে মেশান ২ চা চামচ অলিভ অয়েল। এর মধ্যে ভেঙে দিন ১টি ভিটামিন ই ক্যাপসুল। এই তিন উপকরণ মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।